নতুন আইফোন ১২ এর দাম এবং ফিচার - price and features of iPhone 12 - Tech Island BD
ছবি সংগৃহীত
১৪ অক্টোবর, ২০২০ রাতে অ্যাপল লঞ্চ করেছে আইফোন এর নতুন চারটি ভার্সন- আইফোন ১২, আইফোন ১২ মিনি এবং আইফোন ১২ প্রো এবং প্রো ম্যাক্স। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আইফোন ১২ সিরিজের চারটি ডিভাইস উন্মোচন করেছে টেক জায়ান্ট প্রতিষ্টানটি।
সবগুলো মডেলেই ৫জি কাজ করবে। লাল, সাদা, নীল, সবুজ এবং কালো— এই পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি। এছাড়াও সাথে থাকবে ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি— এই তিনটে ভ্যারিয়ান্টেই ফোনগুলো পাওয়া যাবে।
ফোনগুলোর বাজারমূল্য ধরা হয়েছে:
আইফোন ১২ মিনি - ৬৯৯ মার্কিন ডলার
আইফোন ১২ - ৭৯৯ মার্কিন ডলার
আইফোন ১২ প্রো - ৯৯৯ মার্কিন ডলার
এবং আইফোন ১২ প্রো ম্যাক্স - ১০৯৯ মার্কিন ডলার
নতুন এই আইফেনে রয়েছে ওলেড ডিসপ্লে।
স্ক্রিনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি।
এ ছাড়া রয়েছে এ ১৪ বায়োনিক প্রসেসর।
রয়েছে ১২ মেগাপিক্সেলের দু’টি ওয়াইড অ্যাঙ্গল সেন্সর এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
অ্যাপল জানিয়ে, এই ফোনের সিপিইউ এবং জিপিইউ অন্যান্য স্মার্টফোনের চেয়ে অনেক দ্রুতগতির হবে। নাইট মোডেও ছবি তোলা যাবে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায়। কোনও কেবল ছাড়াই চার্জ করা যাবে
No comments