বাজারে হুয়াওয়ে নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’
Image by HUAWEI |
বাংলাদেশের বাজারে হুয়াওয়ে নিয়ে এলো ফিটনেস ফিচার সম্বলিত নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট’। দাম বাংলাদেশি টাকায় মাত্র ৯ হাজার ৯৯৯ টাকা। বর্ত মানে ওয়াচটি হুয়াওয়ের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
হুয়াওয়ের এই ওয়াচ ফিটে ফিটনেসের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো হার্ট বিট মনিটরিং সক্ষমতা। ঘুমের সময় এই ওয়াচ পরে থাকলে এটা ব্যবহারকারী হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে। এছাড়াও এটি হার্ট রেট এবং রক্তে অক্সিজেনের প্রবাহ পরিমাপ করতে সক্ষম হবে।
ফিচার সমূহ:
ডিভাইসটির ওজন: ৩৪ গ্রাম
মেমোরি: এতে ৪ জিবি
কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ: ৫.০
জিপিএস: সাপোর্টেড
সিস্টেমের জন্য আবশ্যক: অ্যানড্রয়েড 5.0, আইওএস 9.0
ব্যাটারি ব্যাকআপ: সর্বোচ্চ ১০ দিন
পানি প্রতিরোধী: ওয়াচটি ৫০ মিটার গভীর পানিতে সচল থাকবে।
ডিসপ্লের আকার: ১.৬৪ ইঞ্চি।
ডিসপ্লে রেজুলেশন: এইচডি
অন্যান্য ফিচারের মধ্যে আছে জিপিএস, এক্সিলোরোমিটার, জাইরো।
এছাড়াও আরো অনেক ফিচার যুক্ত করা হয়েছে, যা ইচ্ছামতো কাস্টোমাইজ করে ব্যবহার করা যাবে।
No comments