জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন যেভাবে - How To Create Gmail/Email Account in Bangla - 2020
Tech Island BD
দৈনন্দিন জীবনে ইলেকট্রনিক মেইল বা ইমেইল এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে । বর্তমানে ইমেইল এর ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে।
জিমেইল ( Gmail) গুগলের একটি বিনামূল্যের ইমেইল পরিষেবা। এটি ব্যবহারের মাধ্যমে গুগলের অনান্য সেবা যেমন- Google Docs, Google Drive, and YouTube ইত্যাদি সেবাগুলো পাওয়া যায় ।জিমেইলের পরীক্ষামূলক চালু হয় ১লা এপ্রিল ২০০৪ । গুগল সেবাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে ৭ই ফেব্রুয়ারি ২০০৭ । পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়।
আজকের টিউটোরিয়ালে মাধ্যমে আমরা জানবো কিভাবে একটি জিমেইল বা ইমেইল একাউন্ট খুলতে হয় তো দেরি না করে চলুন শুরু করা যাক-
জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন: https://accounts.google.com/
১. অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে ক্লিক করে আমার জন্য নির্বাচন করুন।
২. আপনার নাম ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে Next/পরবর্তী বাটনে ক্লিক করুন।
৩. এখন আপনার পরিচয় যাচাই করার জন্য আপনাকে একটি ফোন নম্বর সরবরাহ করতে বলা হতে পারে। আপনার ফোন নম্বর লিখুন এবং Next/পরবর্তী বাটনে ক্লিক করুন। গুগল আপনার মোবাইল নম্বরে একটি কোড প্রেরণ করবে যা আপনাকে খালিঘরে প্রবেশ করাতে হবে। এরপর Next/পরবর্তী বাটনে ক্লিক করুন।
৪. পূর্বে যদি আপনার কোন ইমেইল এড্রেস থাকে তাহলে রিকভারি ইমেইল অপশনে সেই ইমেইল এড্রেসটা দিন, যদি না থাকে তাহলে মোবাইল নম্বর এর জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিন। এরপর আপনার জন্ম তারিখ এবং লিঙ্গ নির্বাচন করে নেক্সট /পরবর্তী বাটনে ক্লিক করুন।
৫. এবারে গুগলের প্রাইভেসি এন্ড ট্রাম্স গুলি পড়ুন এবং নিচের আই এগ্রি বাটনে ক্লিক করুন।
৬. একটি নতুন জিমেইল/ইমেইল একাউন্ট তৈরির কাজ শেষ।
আজকের মত টিউটরিয়াল এখানেই শেষ করছি। পরবর্তী টেক সর্ম্পকিত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে Tech Island BD ভিজিট করুন। পাশাপাশি টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্ট করে জানান।
No comments