অপ্রয়োজনীয় ‘এসএমএস’ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে যেভাবে - How to get rid of unnecessary 'SMS' pain
অপ্রয়োজনীয় ‘এসএমএস’ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়
সময়ে অসময়ে মোবাইলেপ্রোমোশনাল এসএমএস বিরক্তির কারণ হয়ে দাড়িছে। অপ্রয়োজনীয় এই এসএমএস বন্ধ করতে প্রায় সব কটি অপারেটরেই চালু আছে ‘এসএমএস ব্লক’ সেবা। এই সেবাটি গ্রহণ করেই মুক্তি পেতে পারেন অপ্রোয়জনীয় এসএমএস যন্ত্রণা থেকে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে বন্ধ করবেন অপ্রয়োজনীয় এই এসএমএস-
গ্রামীণফোন : গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করতে হবে *121*1101# নম্বরে।
রবি : অপ্রোয়জনীয় ও বিরক্তিকর প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে রবি গ্রাহকদের ১২৩ নম্বরে ফোন দিয়ে ডু নট ডিস্টার্ব সেবা চালুর জন্য অনুরোধ করতে হবে।
বাংলালিংক : প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠিয়ে দিতে হবে বাংলালিংক গ্রাহকদের।
No comments