হুয়াওয়ে কে সরিয়ে স্মার্টফোন বিশ্ববাজারে ফের শীর্ষে স্যামসাং - Samsung tops the global smartphone market again
হুয়াওয়ে কে সরিয়ে স্মার্টফোন বিশ্ববাজারে ফের শীর্ষে স্যামসাং
মোট হিস্যার ২২ শতাংশ দখল করে পুনরায় বিশ্ব বাজারের শীর্ষস্থানে স্যামসাং - জানিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। চলতি বছরের এপ্রিলে চিনা প্রতিষ্ঠান হুয়াওয়ে’র কাছে বিশ্ব বাজারের শীর্ষস্থান হারিয়েছিল স্যামসাং।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এর তথ্য অনুযায়ী, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক বিচারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে স্যামসাং। ১৬ শতাংশ শেয়ার নিয়ে বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।
করোনা ভাইরাসের প্রকোপে চলতিবছর বাজারে স্যামসাং বড় ধরনের ধাক্কা খায়, যার কারনে হুয়াওয়ে এক নম্বর অবস্থানে চলে আসে। কিন্তু মাত্র কয়েকমাসের ব্যবধানেই সেই ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়ার এই জায়ান্ট প্রতিষ্ঠান।
বাজারে ১২ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে অ্যাপল।
No comments